১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতদেশীয় বিনোদনোর এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানী সহযোগিতার হাত বাড়ালেন তার সহকর্মীদের জন্য। এর আগে এই নায়কের ফ্যানক্লাব থেকে অসহায় মানুষের জন্য সহায়তা করা হয়েছে।
এবার এফডিসিতে নিজেই ত্রাণ নিয়ে হাজির হলেন ওমর সানী। করোনা পরিস্থিতি অনেকেই বেকার হয়ে পড়েছেন। সেই কারণেই এই সহযোগিতা নায়কের।
নিজের ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অল্পসংখ্যক কিছু দান নিয়ে অনেকদিন পর গেলাম আমাদের প্রাণের জায়গা বিএফডিসিতে। যারা নেহায়েত অসহায় বিশেষ করে প্রোডাকশনের যারা কাজ করে। কিছু সংখ্যক প্রোডাকশন ম্যানেজার এবং অল্পসংখ্যক কিছু লোক তাদেরকে দেয়া হলো। কিন্তু আমি না গেলে বুঝতেই পারতাম না অনেক বিশাল শূন্যতা।
ওমর সানী আরো লিখেছেন, আমার আমাদের একার পক্ষে সম্ভব নয়। চলচ্চিত্রের অনেক বিত্তশালী মানুষকে এগিয়ে আসতে হবে, কয়েকজন দিচ্ছে সেটা আমি জানি, আরো এগিয়ে আসতে হবে। কারো নাম বলে ছোট করার অধিকার আমাদের নেই। এখন আমরা সবাই অসহায় আল্লাহর কাছে।
এদিকে ব্যক্তিগত উদ্যোগে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে জড়িত অসচ্ছল শিল্পীদের সহায়তা করার পাশাপাশি শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতিও সহায়তা করছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন