১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনারকালে নতুন গুজব রটেছে সংবাদপত্র নিয়ে। ছাপা পত্রিকা করোনা ছড়ায় এমন অবান্তর ও অসত্য কথা প্রচার হচ্ছে আকছারই। ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী সবাইকে আহ্বান জানিয়েছেন সংবাদপত্রে আস্থা রাখতে। তার মতে, একমাত্র সংবাদপত্র আর টেলিভিশনই পারে সত্যি খবরটা পৌঁছে দিতে।
বিসিসিআই প্রধান এক ভিডিও বার্তায় বলেছেন, ‘লকডাউনের কারণে আমিও গৃহবন্দী। আপনারাও তাই। বাড়িতে থাকুন। এ পরিস্থিতি সংবাদপত্র আর টিভিই পারে আপনাদের সত্যি খবরটা পৌঁছে দিতে। আমি রোজ সংবাদপত্র পড়ছি। টেলিভিশন দেখছি। আপনারার সেটি করুন।’
পত্রিকার মাধ্যমে এখনো পর্যন্ত করোনাভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ মেলেনি। ইংল্যান্ডের জার্নাল অব মেডিসিনের গবেষণা বলছে, ‘কাগজের ওপরে কোভিড-১৯ ভাইরাস বেঁচে থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ব্যাপারে একই কথা বলেছে, ‘বাইরে থেকে আসা মোড়ক গ্রহণের মাধ্যমে এ ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও একই কথা বলেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন