১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজনপ্রিয় নায়ক ফেরদৌস ও তার স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজা আলাদা থাকছেন। তবে করোনা ভাইরাসের কারণেই তারা আলাদা থাকছেন বলে জানান নায়ক।
ফেরদৌস আরো জানান, গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফিরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। ভিডিও কলে বাচ্চাদের সঙ্গে কথা বলে।
ফেরদৌস বলেন, আমার স্ত্রী পেশায় পাইলট হওয়ায় ওকে দেশের বাইরে যেতে হয়। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে আছে। এদিকে বাচ্চাদের নিয়ে আমি বাসায় আছি। কঠিন এই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। আমরা দুজন আলাদা থাকছি, এটা শুধু কি আমাদের জন্য? আমি মনে করি, এটা সবার জন্য আমাদের ত্যাগ। কারণ করোনা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। একজন থেকে পুরো এলাকায় ছড়াতে পারে। সবার এখন ঘরে থেকে সচেতন হওয়া উচিত।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন