১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমালয়েশিয়ায় ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশীর মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে পরান ফুডের স্বত্ত্বাধিকারী ওহিদুর রহমান ওহিদ ও রাশেদ বাদল। স্থানীয় এনজিও 'আওয়ার জার্নি'র মাধ্যমে এ সহযোগীতায় এসময় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, আব্দুল বাতেন ও শফিক চৌধুরী।
সোমবার কুয়ালালামপুরের মালয় ম্যানশনে লকডাউনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের জন্য এ সহযোগীতা পাঠানো হয়।
কুমিল্লা প্রবাসী ওহিদুর রহমান বলেন, করোনার কারনে বিশ্বজুড়ে যে মহামারি দেখা দিয়েছে তাতে অনেকেই সমস্যায় পড়েছে। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর।
উল্লেখ্য,লকডাউনের পর থেকেই সমস্যায় থাকা প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতায় পাশে রয়েছেন ওহিদুর রহমান। এখনও পর্যন্ত দু'হাজারেরও বেশি মানুষকে সহযোগীতা করেছেন তিনি। সমাজের বিত্তবানদের এ সময় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুমিল্লা প্রবাসী এ ব্যবসায়ী।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন