আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতজন্মের পরই মাকে হারিয়েছে বিড়ালছানা। মাতৃহারা বিড়ালটি মাতৃস্নেহ আর আশ্রয়ের খোঁজে ছুটতে লাগলো নানাদিকে। এমন সময়ে তার দুধের পিপাসা মেটাতে এগিয়ে এলো এক কুকুর।
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মার্সিন প্রদেশে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মা হারানোর পর বিড়ালছানাটিকে এমরি ক্যান এজিন নামের এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যান। পরিকল্পনা ছিল নিজ হাতে দুধ খাইয়ে বড় করবেন। কিন্তু তার বাড়ির কুকুর বিড়ালছানাটিকে দেখে দুধ খাওয়াতে শুরু করে।
এ দৃশ্য দেখে যারপরনাই বিস্মিত হন এজিন। পাশাপাশি খুশিও হন। কারণ, মাতৃহারা বিড়ালটি অবশেষে মাতৃস্নেহ ও আশ্রয় পেলো। এজিন বিড়াল ছানাটির নাম দিয়েছেন ‘ওকসুজ’। তুর্কি ভাষায় যেটার মানে ‘এতিম’।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন