১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমালয়েশিয়ায় টানা আট সপ্তাহের লকডাউনে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি খাদ্য সঙ্কটে পড়েছে স্থানীয়রাও। এ সঙ্কট মোকাবেলায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারী নানা প্রতিষ্ঠান। এর-ই অংশ হিসাবে স্থানীয়দের মাঝে খাদ্য সহায়তা দিয়ে সুনাম অর্জন করেছেন বাংলাদেশের কুমিল্লা প্রবাসী বিশিষ্ট ব্যবাসায়ী, বিএম এন্ড সন্স গ্রুপ এর স্বত্ত্বাধিকারী হাজী জাকারিয়া।
শনিবার ডাং ওয়াঙ্গী পুলিশ স্টেশনের কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবার, রেলা ও একাধিক এনজিও'কে খাদ্য সহায়তা দেন বিএম এন্ড সন্স এর কর্ণধার হাজী জাকারিয়া।
রাজধানী কুয়ালাালামপুরের ডাং ওয়াঙ্গী পুলিশের শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের জন্য খাদ্য সহায়তা গ্রহন করেন পুলিশ স্টেশনের গোয়েন্দা বিভাগ প্রধান। এসময় বিএম গ্রুপ ও বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। দু:সময়ে পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান হাজী জাকারিয়াকে।
পরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় এনজিও গারাকান ও এনজিও আহলে সুন্নাতুয়াল জামা' মালয়েশিয়ার কার্যালয়ে।
এ প্রসঙ্গে হাজী জাকারিয়া বলেন, বিএম গ্রুপ লকডাউনের মধ্যে সমস্যায় থাকা প্রবাসী বাংলাদেশীদের জন্য নিয়মিত সহযোগীতা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয়দের মাঝেও সহযোগীতা করা হলো। এ সহযোগীতা শুধু বাংলাদেশী কিংবা মালয়েশিয়ান নয় মালয়েশিয়ায় বসবাসকারী সকল অসহায় মানুষের জন্য অব্যাহত থাকবে বলে জানান, মালয়েশিয়া আওয়ামী লীগের এ যুগ্ম-আহ্বায়ক ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন