১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করতে সাত স্থানে বুথ স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব বুথে বৃহস্পতিবার (১৪ মে) থেকে নমুনা সংগ্রহ করা হবে। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বুথ স্থাপনের ঘোষণা দেন।
বুধবার রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মানুন জানান, বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম সরাসরি পূরণ সাপেক্ষে চেকলিস্ট অনুযায়ী নির্বাচিত রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।
যেসব স্থানে বুথ বসানো হয়েছে :
.উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা।
.৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।
.আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।
.১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর।
.সুচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।
.৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান, ঢাকা
.উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন