১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসর্বকালের সেরা পেসারদের একজন ওয়াসিম আকরাম । ক্রিকেট বিশ্বে ‘সুলতান অব সুইং’ নামেও পরিচিত। কিংবদন্তী পেসার হচ্ছেন ওয়াসিম আকরাম। যার গতি আর কৌশলের কাছে পরাস্ত হয়েছেন দাপুটে সব ব্যাটসম্যান।
মঙ্গলবার (১৯ মে) রাতে তামিমের নিয়মিত লাইভ আড্ডার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন ওয়াসিম আকরাম। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তিন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
লাইভ আড্ডার শেষে আকরাম খান বলেন, ‘এখনকার তরুণ প্রজন্ম আমাকে খেলতে দেখেনি। তবে অনেক খেলার ভিডিও পাওয়া যায়। ইউটিউবকে ধন্যবাদ। তারা আমাকে দেখতে পারে। ওয়াসিম আকরামের কথার ফাঁকে তামিম বলেন, ‘আমরা ভাগ্যবান যে আপনাকে খেলতে হচ্ছে না। আমি আপনার বিপক্ষে কখনোই খেলতেই চাইতাম না….।’
হাসিমুখে আকরাম উত্তর দেন, ‘না এমনটা নয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো নিশ্চয়ই। বিশেষ করে সাকিব ও তোমার বিপক্ষে বোলিং করা উপভোগ করতাম এবং প্রতিদ্বন্দ্বিতাও হতো। বাঁহাতিদের বিপক্ষে বাঁহাতিদের লড়াই।’
তামিম পাল্টা উত্তর দেন, ‘নাহ, প্রয়োজন নেই। আমি ঘরে আনন্দে আছি। আপনাকে দেখছি তাতেই যথেষ্ট।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন