১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবল শাইন করতে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করলে ক্রিকেট ‘বিরক্তিকর’ হয়ে ওঠবে বলে মন্তব্য করেছেন মিচেল স্টার্ক। মঙ্গলবার (২৬ মে) এমন বার্তাই দিলেন অস্ট্রেলিয়ার এ প্রধান পেসার।
করোনা ভাইরাসের ঝুঁড়ি এড়াতে ভবিষ্যতে ক্রিকেটে বল শাইন করতে লালা নিষিদ্ধ করার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনার কারণে দীর্ঘদিন ধরে স্থগিত আছে সব ধরনের ক্রিকেট আসর।
বল শাইন করতে যদি লালা ব্যবহার নিষিদ্ধ হয় তবে ভবিষ্যতের তরুণ ফাস্ট বোলারদের তা নিরুৎসাহিত করবে বলে মনে করেন স্টার্ক। রিপোর্টারদের এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এটা (বলে লালা ব্যবহার) হারাতে চাই না অথবা কমাতেও চাই না। এরকমটা হলে বল সুইংয়ের জন্য অন্যকিছু দিতে হবে।’
স্টার্ক আরও বলেন, ‘অন্যথা লোকজন আর এটা (ক্রিকেট) দেখবে না এবং বাচ্চারাও আর বোলার হতে চাইবে না। অস্ট্রেলিয়ায় গত বছর দুয়েকে আমরা দেখেছি ফ্লাট উইকেট বানাতে এবং এখানেও যদি বল সোজায় যায় তবে এ প্রতিযোগিতা একেবোরে বিরক্তিকর হয়ে যাবে।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন