আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতভারতে বিএস৬ ইঞ্জিনে এলো সুজুকির নতুন জিক্সার বাইক। এটি ২৫০ সিসির সিক্সার। একই সঙ্গে পাওয়া যাচ্ছে জিক্সার এসএফ ২৫০।
২৫০ সিসির জিক্সারের দাম ১.৬৩ লাখ রুপি। জিক্সার এসএফ ২৫০ এর দাম ১.৭৪ লাখ রুপি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন মোটরসাইকেল ডেলিভারি শুরু হবে। ইতিমধ্যেই ভারতে ৫০ শতাংশ ডিলারশিপে কাজ শুরু হয়েছে।
বিএস ৬ ভার্সনের বাইক দুটিতে রয়েছে ২৪৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৬ বিএইচপি শক্তি এবং ২২.২ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ট্রান্সমিশন।
নতুন মোটরসাইকেলের লুকস ও ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না। এই দুই মোটরসাইকেলের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন থাকছে।
দুটি মোটরসাইকেলেই ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করেছে জাপানের কোম্পানিটি। দুই চাকার সঙ্গেই ডিস্ক ব্রেক থাকছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন