১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৪’জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতের ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের চর অনুপরগর গ্রামের(২নং ওয়ার্ড) গোলাম মোস্তফার ছেলে শহীদুল ইসলাম(২৫) ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের চরপাঁকা কদতলা চর(৯ নং ওয়ার্ড) এলাকার হেরাস উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম।
অনুপরগর ইউপি সচিব আশরাফুল হক জানান, সন্ধ্যা ৬টার দিকে মাঠ থেকে ঘাস কেটে ফেরার সময় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে নিহত হয় শহিদুল। পাঁকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুরুল হোদা ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, বিকেল পাঁচটার দিকে ঝড়বৃষ্টির সময় নিজ বাড়িতে বজ্রপাতে আহত হন তিন কন্যা সন্তানের জননী পিয়ারা বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার জন্য নৌকায় ওঠানোর সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন