১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানির লকডাউন এর মধ্যেই চলে এসেছে জন্মদিন। আর এই বিশেষ দিনে দিশাকে একেবারে চমকে দিয়েছেন টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়ায় টাইগারের পোস্ট করে দিশার ভিডিও দেখে অবাক ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবর, দিশার জন্মদিনে রাত ১২টার সময় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন টাইগার শ্রফ। সেখানে দেখা যাচ্ছে, গানের সঙ্গে বসে বসেই নিজের খেয়ালে নাচ করে চলেছেন দিশা।
ভিডিও পোস্ট করে টাইগার লিখেছেন,'হ্যাপি বার্থডে রকস্টার।' দিশা সেই ভিডিও-র উত্তর দিয়ে লেখেন, 'থ্যাঙ্ক ইউ সুপারস্টার।'
টাইগার আর দিশার প্রেমের গুঞ্জন প্রায়ই গণমাধ্যমে আসে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন