১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকয়েক দিন আগেই টিকটকে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান সুপারস্টার ডেভিড ওয়ার্নার। ফলোয়ার বাড়ানোর দায়িত্ব নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন। আবার করোনার জেরে লকডাউন চলছে, সব মিলিয়ে অফুরন্ত সময়।
করোনাকালে এই ক্রিকেটবিহীন সময়ে বেশ খোশ মেজাজেই আছেন ডেভিড ওয়ার্নার। পরিবারকে সময় দিচ্ছেন। নানাভাবে আনন্দময় করে তুলছেন মুহূর্তগুলো। ভক্তদের সঙ্গেও যুক্ত থাকছেন নিয়মিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার সব ভিডিও পোস্ট করছেন প্রতিনিয়ত। এরই মাঝেই পোস্ট করলেন নতুন ভিডিও। এই টিকটক ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার ( ২৮ জুন) নিজের টুইটার পেজে একটি ভিডিও আপলোড করেন ওয়ার্নার। সেখানেই তাকে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় বাংলা গান ‘বড় লোকের বেটি লো’ গাইতে দেখা যায়।
ভিডিওর শুরুতে আসল গানই বাজানো হয়। তখন শুধু মুখ মেলাচ্ছিলেন ওয়ার্নার। একটু পর মূল গান বাদ দিয়ে শুধু ওয়ার্নারের গলায় গান শোনা যায়। এসময় তার দুই মেয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ে।
আসলে করোনা ভাইরাসের এই লম্বা সময়ে তার ভক্ত-সমর্থকদের আনন্দ দিতেই তার উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন