১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতশিল্প কখনও সীমান্ত মানে না। তাই ভারতের সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন সারা পৃথিবীর কাছেই সেলুলয়েডের এক উজ্জ্বল নক্ষত্র। তাই তার আরোগ্য কামনায় বার্তা আসছে বিভিন্ন দেশ থেকে।
আরোগ্য কামনা করেছেন সাবেক পাকিস্তান পেসার শোয়েব আখতার। তিনি টুইটারে লিখেছেন, ‘তাড়াতাড়ি সেরে উঠবেন অমিত জি। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।’
বলিউডের শাহেনশাহকে নিয়ে শোয়েবের এই প্রার্থনার টুইটের প্রশংসা করেন অনেকেই। তবে এক নেটিজেনের প্রতিক্রিয়া একদম উলটো। এমন একটা দুঃসংবাদের মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনকে টেনে এনেছেন তিনি।
‘অ্যান্টম্যান’ নামের ওই প্রোফাইল থেকে পাকিস্তানি তারকার উদ্দেশে লেখা হয়, পাকিস্তানে জঙ্গিরা থাকে। তাই দ্রুত সুস্থতা কামনা করে কোনও প্রার্থনা চাই না।
তবে নেটিজেনের এমন আক্রমণে একেবারেই মেজাজ হারাননি এককালের সেরা পাক পেসার। বরং ঠান্ডা মাথাতেই ছুঁড়েছেন বাউন্সার। শোয়েব লেখেন, উপরওয়ালার স্বভাবই মানুষের প্রার্থনা শোনা। কে জানে কার প্রার্থনা কখন শোনেন। আপনি কাউকে লেবেল করে দিলেই সেটা লেবেল হয়ে যাবে না। উপরওয়ালা আপনার মঙ্গল করুন।
প্রাক্তন পাক পেসারের এমন জবাবের পর অবশ্য আর টু শব্দটি করেননি নেটদুনিয়ার ওই বাসিন্দা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন