১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক দুই অভিযানে ৩৭৫ বোতল ফেনসিডিল ও ২শ’ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেফতার হয়েছে।
রোববার(৯’আগষ্ট) সকালে অভিযানগুলি চালানো হয়।
গ্রেফতাররা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গামী গ্রামের মো.পারুলের ছেলে আবু তালেব (৪৫) ও একই উপজেলার বাররশিয়া গ্রামের নজরুল হকের ছেলে মো. ডালিম(৪০) এবং সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর হাকিমপুর আয়েজুদ্দিন বিশ্বাসের টোলা গ্রামের মৃত শামসুল হক বিশ্বাসের ছেলে ফাউজুদ্দিন বিশ্বাস(৫১)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্য (ওসি) জসিম উদ্দিন বলেন, সকাল সোয়া ১০টার দিকে বেলাল বাজার এলাকা হতে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন ডালিম ও তালেব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ উপপরিদর্শক(এসআই) অনুপ কুমার সরকার জানান, সকাল পৌনে ৬টার দিকে নিজ বসতবাড়ি থেকে চটি স্যান্ডেলের ভিতর কায়দা করে লুকানো ২শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন ফাউজুদ্দিন(৫১)। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন