১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৭টি মামলায় ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখা, ট্রেড লাইসেন্স না থাকা এবং অন্যান্য অপরাধে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার এসব মামলা ও জরিমানা করে।
এ সময় ফুটপাতে বালি রাখায় প্রকাশ্য নিলামে তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মিরপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির অঞ্চল-২ এর অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পল্লবী, রূপনগর, মিরপুর সেকশন ৬ ও ৭ এর সড়ক ও ফুটপাতে প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
ডিএনসিসির মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন