১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতরাজধানীর পল্টন ময়দানে বোরকা পরে শিশু সন্তানের সঙ্গে ক্রিকেট খেলে আলোচিত হয়েছিলেন মা ঝর্ণা বেগম ও ছেলে শেখ ইয়ামিন সিনান। সেই ছবি ফেসবুকে আপলোড হলে মুহূর্তেই ভাইরাল হয়। তাদের খেলার ছবি নিয়ে দেশজুড়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
জানা গেছে, ইয়ামিন সিনান আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। রাজধানীর পল্টন এলাকার মাঠে সেদিন সতীর্থ ও কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মা ঝর্ণা আক্তারের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট সিনান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মা ঝর্ণা বেগম এবং ছেলে সিনানের সঙ্গে দেখা করতে যান মুশফিক। এ সময় ছোট্ট সিনানের পাশে থেকে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেই উপহারের মধ্যে আছে তার একটি ব্যাট, জার্সি এবং ব্যাটিং গ্লাভস।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন