১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসর্বোচ্চ রান তাড়া করে আইপিএলের ইতিহাসে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি ও লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটে ২২৩ রানের চূড়ায় উঠেছিল কিংস ইলিভেন পাঞ্জাব। আর রেকর্ড ২২৩ রান তাড়া করতে নেমে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে ২২৬ রানে পৌঁছে যায় স্টিভেন স্মিথের দল। আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় রাজস্থান রয়্যালসের।
কিংস ইলেভেন পঞ্জাবের ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ তিন ওভারে ৫৪ রান দরকার রাজস্থানের। ডাগআউটে ফিরে গিয়েছেন সঞ্জু স্যামসন। ১৯ বলে ৮ রান করা রাহুল তেওয়াটিয়া সেখান থেকে ম্যাচ ঘোরালেন। কটরেলের এক ওভারে পাঁচটা ওভার বাউন্ডারি আর তাতেই ইতিহাস লেখা হয়ে গেল শারজায়। সেখানেই ফিনিশিং চাট দিলেন জোফ্রা আর্চার। ৩ বলে ১৩ রানের আর একটা ঝোড়ো ইনিংস।
৪২ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন।
এমন রুদ্ধশ্বাস ম্যাচের পর চুপ করে বসে থাকতে পারেননি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। টুইট করে লিখলেন, "হোয়্যাট আ গেম ... এই কারণেই বিশ্বের সেরা লিগ এটাই (IPL) ... অবিশ্বাস্য সব প্রতিভা
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন