১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দেন ১৬ বছরের কিশোরীর হাতে। বুধবার নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সবার সামনে তুলে ধরতেই এ পদক্ষেপ নেওয়া হয় দেশটিতে।
একদিনের জন্য দায়িত্ব পাওয়া ওই কিশোরীর নাম আভা মুরতো। এমন ঐতিহাসিক পদক্ষেপে চরম উচ্ছ্বসিত আভা। তিনি দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাইয়ের বাসিন্দা। নিজ এলাকায় পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একদিনের প্রধানমন্ত্রী হয়ে দেশের আইনব্যবস্থা বিষয়ে নতুন জিনিস শিখেছেন তিনি।
বিভিন্ন গণমাধ্যম বলছে, ফিনল্যান্ডের এমন ঘটনা যেন অনিল কাপুর অভিনীত 'নায়ক' অনুকরণ। ওই ছবিতে একজন সাধারণ নাগরিককে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হতে দেখা গিয়েছিল।ফিনল্যান্ডে এক দিনের প্রধানমন্ত্রী হওয়ার আনন্দ প্রকাশ করে আভা বলেন, সিদ্ধান্ত নেওয়া মেয়েদের নিজেদের বুঝতে হবে। প্রযুক্তির ব্যাপারে তারা যে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারে, এ কথাও মাথায় রাখতে হবে। আভা মনে করে, ছোটদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শেখার আছে।
বিশ্বের কনিষ্ঠতম সরকারপ্রধান ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। তার বয়স ৩৪ বছর। গত ডিসেম্বরে তাদের জোট সরকার ফিনল্যান্ডের ক্ষমতায় এসেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন