আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতদিন দিন বেড়েই যাচ্ছে করোনা সংক্রমণ সংখ্যা। জানা যায়, ক'দিন আগে জ্বর এসেছিল কুমার শানুর। এরপর করোনা সন্দেহে পরীক্ষা করানো হয়। এরপরই জানা যায়, করোনা পজিটিভ গায়ক কুমার শানু।
নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন কুমার শানু। তিনি লেখেন ” অবশেষে কুমার শানুর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে” । এই সংবাদ প্রকাশ্যে আসতেই ভক্তদের একগুচ্ছ বার্তা। সকলেই কুমার শানুর দ্রুত আরোগ্য কামনা করেন।
বর্তমানে কুমার শানুর প্রথম স্ত্রীর সন্তান জান কুমার শানু রয়েছে বিগ বসের হাউসে। বিগ বস হাউসের নিয়ম অনুযায়ী বাইরের কোনো খবর ভেতরে অংশগ্রহণকারীদের দেওয়া যায়না। তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে অবশ্যই জানানো হবে জানকে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন