১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের সাথে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থরিটি (বেইপজা) একটি লিজ চুক্তি সম্পন্ন করেছে। আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর শাশা ডেনিমস ও বেইপজার মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বেইপজা শাশা ডেনিমসেক ১৬০২১.৬৫ বর্গমিটারের ৮টি প্লট ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়াতে বরাদ্দ করবে। লিজ চুক্তি অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দের জন্য বেইপজা এবং শাশা ডেনিমসের মধ্যে আজ বৃহস্পতিবার একটি চুক্তি সই হয়।
শাশা ডেনিমস জানায়, এই জমি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার হবে।-অর্থসূচক
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন