আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনা ভাইরাসের মহামারির প্রাদুর্ভাব রোধে সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটি, ঘরে আবদ্ধ থাকা এবং প্রয়োজন ছাড়া বের না হওয়া। জার্মানীতে এই উপায়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে নেয়া হলো অভিনব এক উদ্যোগ। যে মানুষগুলো সারাদিন বাসায় থেকে অলস সময় কাটাচ্ছে, তাদের এবার হিরোর মর্যাদা দেয়া হবে দেশটিতে।
ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার এ বিষয়ক একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে জার্মান সরকার। বিজ্ঞাপ্তিটি প্রকাশ হওয়ার পর থেকেই সাড়া ফেলে। কারণ এর শিরোনাম রাখা হয়, 'করোনাকালীন দিনের আসল হিরো।'
বিজ্ঞপ্তিতে মূলত সোফা থেকে উঠতে না চাওয়া অলস ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমা সংস্কৃতিতে এদের বলা হয় 'কাউচ পটেটো'। এইসব 'কাউচ পটেটো'-দেরই নায়কের মর্যাদা দিলো জার্মানী।
সচেতনতামূলক এই মজার বিজ্ঞাপ্তিটির স্লোগান হলো- লড়াইয়ের ময়দান যখন সোফা, তখন ধৈর্য্যই লড়াইয়ের অস্ত্র'। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে বাইরে বের না হওয়ার কথা মনে করিয়ে দিয়ে সরকার বার্তা দিচ্ছে যে, বাসায় থাকলেও হিরো হওয়া যায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন