১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজম্মু ও কাশ্মীরের নাগরোটা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৪ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় বান টোল প্লাজায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময়, দুই সেনা আহত হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।
ওই হামলার ঘটনার পরপরই জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। পুরো এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে। সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং এদিনের সংঘর্ষের সঙ্গে গত জানুয়ারি মাসে পুলিশ ও সিআরপিএফ’র যৌথ বাহিনীর উপরে এই বান টোল প্লাজার কাছেই সন্ত্রাসীদের হামলার তুলনা করেছেন। তিনি বলেছেন, গাড়িতে চড়েই টোল প্লাজায় পৌঁছায় জঙ্গিরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় আহত হন স্থানীয় বাসিন্দারা। চক কাকাপোরায় সিআরপিএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের বাঙ্কার লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল গ্রেনেডটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে সেই গ্রেনেড। এঘটনায় আহত ১২ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন