১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমিঠুন চক্রবর্তী শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন । পেটের পীড়া থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলা সিনেমা ও বলিউডের কিংবদন্তি এ অভিনেতা।
বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী গত নভেম্বর থেকে ভারতের উত্তরখণ্ড রাজ্যের মুসৌরীতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমায় অভিনয় করছেন। এ শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এ জন্য শুটিং বন্ধ রাখতে দেননি এই অভিনেতা।
পরিচালক বিবেক জানিয়েছেন, কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মিঠুন। ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো?’
পরিচালক আরও বলেন, ‘মিঠুনদা খুব পরিশ্রমী ও একজন পেশাদার অভিনেতা। যে কারণে তিনি সুপারস্টার। শুধু তাই নয়, পরের দিন সকালে যখন শুটিংয়ে ফিরি, তখন মিঠুনদা তার এনার্জি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিয়েছেন। মিঠুন চক্রবর্তী যেকোনো সেট, শুটিং ক্রু এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পদ।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন