১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতএক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ফুটবলের কালো মানিক পেলের ৬৪৩ গোলেকে ছাড়িয়ে গেলেন মেসি। বার্সার জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার মোট গোল ৬৪৪।
২২ ডিসেম্বর স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিলো কাতালানরা। এই ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে রেকর্ডসূচক গোলটি করেন মেসি। এর আগে কিংবদন্তি পেলে সান্টোসের হয়ে ১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে ১৮ বছরে ৬৪৩টি গোল করে বিশ্বরেকর্ড করেছিলেন।
মেসি ইন্সটাগ্রামে মঙ্গলবার (২২ ডিসেম্বর) লিখেন, আমি যখন ফুটবল শুরু করি তখন আমি কক্ষনো ভাবিনি আমি কোন রেকর্ড ভাঙবো। বিশেষ করে পেলের রেকর্ডটা, যেটা এখন আমার। তিনি এই সাফল্যের জন্য তার সতীর্থ, পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানান।
এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বর থেকে পাঁচে উঠে এসেছে রোনাল্দ কোম্যানের শিষ্যরা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন