১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচাঁপাইনববাবগঞ্জের ভোলাহাটে বরই বিক্রির মাধ্যমে ফল বাজার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮’ডিসেম্বর) উপজেলা সদরে আম ফাউন্ডেশন চত্বরে বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,উপসহকারী প্রকৌশলী আব্দুল মইন,আম ফাউন্ডেশন সেক্রেটারী মোজাম্মেল হক,ক্যাশিয়ার লাল দেওয়ান সহ বরই চাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও বলেন,এখন থেকে আম ফাউন্ডেশন চত্বরে এলাকায় উৎপাদিত মৌসুমীসহ সকল কৃষি ফসল বিক্রি করা যাবে। এজন্য চাষীদের আম ছাড়া অন্য কোন পন্যে কোন টোল দিতে হবে না। এখন থেকে যত্রতত্র বাজার বসতে দেয়া হবে না। এতে বিভিন্ন ধরনের ফড়িয়া ও অসাধু ব্যক্তিদের দৌরাত্ম কমবে। পরিবহনসহ অন্যান্য সুযোগ ও শৃঙ্খলা বাড়বে এবং চাষীরা লাভবান হবেন। ইউএনও সকল উৎপাদনকারীকে বাজারটি ব্যবহারের আহব্বান জানান।
উল্লেখ্য,ভোলাহাটে আম ছাড়াও পেয়ারা ও বরই উৎপাদন বেড়েছে যা বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন