১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনওগাঁর ধামইরহাটে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩ টি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে।
৪ জানুয়ারী দিনব্যাপী ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধামইরহাট ইউনিয়নের রুপনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন এবং আলতাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, ৬২ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ২ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন ও ৬৯ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ২য় তলা ভবন নির্মান করা হয় এবং ৫০ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে আলতাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন নির্মান কাজের ভিত্তি স্থাপন করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, কামরুজ্জামান, প্রধান শিক্ষক জহুরা খাতুন, সুলতান মাহমুদ লাবু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজুয়ান নবী, আা’লীগ নেতা রফিকুল আতিক কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন