ব্রিসবেন টেনিসের ফাইনালে শারাপোভা-ইভানোভিচ
শনিবার, জানুয়ারী ১০, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই রাশিয়ার টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা ও দ্বিতীয় বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচ।
সরাসরি সেটে সেমিফাইনালে জয় পেয়েছেন এই দুজনেই। কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভ্রারোকে ৬-১ ও ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালের টিকিট পান শারাপোভা। শেষ চারের লড়াইয়েও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি।
সেমিফাইনালেও একই ব্যবধানে অর্থাৎ ৬-১ ও ৬-৩ গেমে অবাছাই ইউক্রেনের এলিনা সভেৎলিনাকে হারিয়েছেন শারাপোভা। তিন সেট লড়াই করে কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয় পেয়েছিলেন ইভানোভিচ।
তবে সেমিফাইনালে আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটতে দেননি তিনি। ৭-৬ (৭/২) ও ৬-৪ গেমে অবাছাই যুক্তরাষ্ট্রের বারবারা লেপচেঙ্কোকে হারিয়ে ফাইনালের টিকিট পান ইভানোভিচ।
ঢাকা, শনিবার, জানুয়ারী ১০, ২০১৫ (বিডিলাইভ২৪) //
কে এইচ
এই লেখাটি ৩৩১৯ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন