আশরাফুলের পর রেস্তোরাঁ ব্যবসায় সাকিব
বুধবার, এপ্রিল ১৫, ২০১৫
বিডিলাইভ রিপোর্ট :
প্রায় পাঁচ বছর আগে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় প্রদান করেন মোহাম্মদ আশরাফুল। রাজধানীর সবুজবাগে চাইনিজ রেস্টুরেন্ট ‘সিচুয়ান’ প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের এই ব্যাটসম্যান। এবার সাকিব আল হাসান হাঁটলেন আশরাফুলের পথে। রেস্তোরার ব্যবসায়ে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগে বিশ্ববিখ্যাত সব কমমেটিকসের ব্র্যান্ড নিয়ে সাকিব চালু করেন ‘কসমিক জোভিয়ান’। গত সোমবার রাজধানীর বনানীতে খোলা হয়েছে ‘সাকিব’স ডাইন’। সঙ্গে রয়েছে স্পোর্টস লাউঞ্জ। বনানী ১১ নম্বর রোডে ‘আর্টিসান, দ্য ক্লথিং স্টোর’ এর উপরেই অবস্থিত রেস্তোরাটি।
এশিয়ার দেশগুলোর খাবারের স্বাদ পাওয়া যাবে সাকিব ডাইনে। রেস্তোরার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে রয়েছে স্পোর্টস লাউঞ্জ। স্পোর্টস লাউঞ্জে ক্রিকেটের বিভিন্ন বই পাওয়া যাবে। রেস্তোরার পরিবেশ আর আবহে রয়েছে ক্রিকেটের ছোঁয়া।
ঢাকা,
বুধবার, এপ্রিল ১৫, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ৪৮৭৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন