বাংলাদেশ ইন্টেল সিকিউরিটি ম্যাকাফি এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর কম্পিউটার ভিলেজের উদ্যোগে আয়োজিত হচ্ছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। গ্রাহকরা-
www.village-bd.com/quiz অথবা w
ww.facebook.com/computer.village.bd লগ-ইন করে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
প্রতি সপ্তাহে ১০টি কুইজের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তর দাতাদের মধ্যে একজন ভাগ্যবান বিজয়ী একটি Asus Tab পাবেন। কুইজ ড্র-এর তারিখ ১২, ১৯, ২৬ মে এবং ৬ জুন।
কুইজ প্রতিযোগিতা ৫ মে রাত ১২.০১ মিনিট হতে শুরু হয়ে ৫ জুন রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। একটি ই-মেইল আইডি হতে একবার এই প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে।
উল্লেখ্য, ইন্টেল কর্পোরেশন বাংলাদেশের বাজারে তাদের সিকিউরিটি পণ্য ইন্টেল সিকিউরিটি ম্যাকাফি বাজারজাত করার জন্য কম্পিউটার ভিলেজকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। প্রথমাবস্থায় MIS-1 নামে ১ বৎসর এবং MIS-3 নামে ৩ বৎসর সময়সীমার মেয়াদে দুইটি পণ্য বাজারে পাওয়া যাচ্ছে।
বর্তমানে ২৬% মূল্য হ্রাসে MIS-1 নামে ১ বৎসর মেয়াদের ৭৪০ টাকায় ও MIS-3 নামে ৩ বৎসর মেয়াদের ১৪৮০ টাকায় দুইটি পণ্য বাজারে পাওয়া যাচ্ছে।