প্যানাসনিকের এলুজা সিরিজের ৪জি স্মার্টফোন বাজারে
বুধবার, মে ৬, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
স্মার্টফোনের দুনিয়ায় প্রতাপশালী হতে চাইছে জাপানের নামকরা ব্র্যান্ড প্যানাসনিক। ইতিমধ্যে বেশ কয়েকটি মডেল বাজারে এনেছে তারা। এবার তাদের এলুগা সিরিজ স্মার্টফোনকে আরো এগিয়ে নিতে চাইছে। ভারতের বাজারে তারা এই সিরিজের নতুন একটি মডেল ছেড়েছে। ফোর জি ক্যাটাগরির এই স্মার্টফোনটি এলুগা এল।
এলুগা এল ৬.১ মিলিমিটার পাতলা। এর পর্দাসহ পেছনেও কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। নীল রংয়ে বাজারে পাওয়া যাবে এটি।
৫ ইঞ্চি পর্দার আইপিএস এইচডি পর্দায় রয়েছে ৭২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। ৬৪-বিট ১.২ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ কোয়াড কোর প্রসেসর এবং ১ জিবি র্যাম রয়েছে এতে। অভ্যন্তরে ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে। মাইক্রোএসডি এর মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যাবে ৩২ জিবি পর্যন্ত।
পেছনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল। এতে রয়েছে ব্লিঙ্ক প্লে ফিচার। অর্থাৎ সামনের ক্যামেরার সম্মুখে চোখের পাতা পড়ামাত্রই পরবর্তী তিন সেকেন্ডের মধ্যে ছবি তুলবে তা।
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এতে। ভারতের বাজারে এর মূল্য ১২ হাজার ৯৯০ রুপি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
ঢাকা,
বুধবার, মে ৬, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ৪৪৫৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন