আজ মুক্তি পেয়েছে ৩ ছবি
শুক্রবার, মে ৮, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
আজ মুক্তি পেয়েছে তিনটি ছবি। ছবিগুলো হচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বোঝেনা সে বোঝেনা’, প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ এবং মকবুল হোসেন পরিচালিত ‘আয়না সুন্দরী’।
অনেকদিন পর একসঙ্গে তিনটি ছবি মুক্তি পাচ্ছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বোঝেনা সে বোঝেনা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল, নবাগত আকাশ খান, প্রবীর মিত্র, রেবেকা, রেহানা জলি প্রমুখ।
নয়ন আপন প্রোডাকশনের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। অন্যধারার চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ নির্মাণ করেছেন পরিচালক প্রসূন রহমান। অভিনয় করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, প্রসূন, মাহমুদুল ইসলাম মিঠু, নিবিড়, শাহাদাৎ ও সায়কা আহমেদ।
নতুন প্রযোজনা সংস্থা রাইসা ফিল্মস প্রযোজিত ফোক ছবি ‘আয়না সুন্দরী’ নির্মিত হয়েছে মো. জসিম উদ্দিনের নিবেদনে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিক চৌধুরী, তানিয়া, প্রবীর মিত্র, সুজাতা, সিরাজ হায়দার ও কালা আজিজ প্রমুখ।
ঢাকা, শুক্রবার, মে ৮, ২০১৫ (বিডিলাইভ২৪) //
কে এইচ
এই লেখাটি ৬১৮৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন