১১৭৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৭ মে সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ৭ জুন বিকেল ৬টা।
একনজরে কৃষি ব্যাংকে আবেদন:
আবেদন শুরু: ৭ মে ২০১৫ (সকাল ১০টা)
আবেদন শেষ: ৭ জুন ২০১৫ (বিকেল ৬টা)
মোট পোস্ট: ১১৭৩ টি।
যেসব পোস্টে জনবল নেয়া হবে:
১. Programmer ৩ জন।
২. Assistant Programmer ৭ জন।
৩. Assistant Engineer (Civil) ১০ জন।
৪. Assistant Engineer (Electrical) ১ জন।
৯. Senior Officer ১৭২ জন।
১০. Officer ৭০৪ জন।
১১. Officer (Cash) ২৪৯ জন।
১২. Computer Operator ৩ জন।
১৩. Data Entry/Control Operator ২৪ জন।
শিক্ষাগত যোগ্যাতা: আগ্রহী প্রার্থীকে অনার্স/সমমান, মাস্টার্স//সমমান, এইচএসসি/সমমানের যেকোন পরীক্ষায় অন্তত একটি প্রথম শ্রেনী থাকতে হবে। তবে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেনী গ্রহনযোগ্য নয়।
বয়স সীমা: চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ১৮-৩০ বছর।
আবেদনের টাকা: 350 টাকা Programmer, Assistant Programmer, Assistant Engineer, Senior Officer, Officer, Officer (Cash) এবং Computer Operator দের জন্য। আর ২৫০ টাকা Data entry Officer দের জন্য।
বিস্তারিত
http://www.krishibank.org.bd ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন।