ফের বিশ্বসেরা সাইনা
শুক্রবার, মে ২২, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠে এলেন ভারতীয় তারকা খেলোয়ার সাইনা নেহাল।
বৃহস্পতিবার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (বিডব্লিউএফ) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ের ফলাফলে এক নম্বরে অবস্থান করছেন তিনি।
গতমাসের শুরুতে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে ছিল সাইনার। তবে পরের তালিকায় পিছিয়ে পড়েন তিনি।
আগামী ২৬ মে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান সুপার সিরিজ। এই মহুর্তে বিশ্বের এক নম্বরে অবস্থান করায় অলিম্পিকে ব্রোঞ্জপদক পাওয়া সাইনারের প্রত্যাশাও অনেক বেড়ে গেল। ওই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন সাইনা এবারও খেতাবও জয় করতে চান।
ঢাকা, শুক্রবার, মে ২২, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ৩১৩৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন