আইপিএল খেলবে মুস্তাফিজুর, ধোনির আশ্বাস!
সোমবার, জুন ২২, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম ‘আনন্দবাজার’ ও ‘আজকাল’ পত্রিকার আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের পর মাশরাফি নাকি একাই চলে গিয়েছিলেন ভারতের ড্রেসিংরুমে। হাত মেলান ধোনির সঙ্গে। আবদার করেন, ভারত অধিনায়কের একটি ব্যাট তার চাই। ধোনির কাছে একটা ব্যাটও নাকি চেয়েছেন দেশের এক নবীন প্রতিভাকে উত্সাহিত করতে।
ধোনিও নাকি খালিহাতে ফেরাননি টাইগার দলপতিকে। ধোনি বলেন, নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ, দাদার মতোই মাশরাফিও ছোটভাইয়ের জন্য অনুরোধ করেছেন ধোনির কাছে। মাশরাফি তাকে বলেন, আগামী আইপিএলে মুস্তাফিজুর যাতে কোনো দলে খেলার সুযোগ পান, তা দেখতে। এক্ষেত্রেও ধোনি তাকে আশ্বস্ত করেছেন, বলে জানিয়েছে দুটি সংবাদমাধ্যমই। তখন ধোনিও মনে রাখেননি, মুস্তাফিজুরের হাতেই যে নাস্তানাবুদ হতে হল টিম ইন্ডিয়াকে।
ঢাকা, সোমবার, জুন ২২, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ৫৩৯৪০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন