সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মুশফিকরা
বুধবার, জুলাই ২৯, ২০১৫
বিডিলাইভ রিপোর্ট :
খেলনাগুলো তোমাদের’ এই স্লোগানে পথ শিশুদের জন্য ব্যতিক্রমী এক ইভেন্টের প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইভেন্টেটির সঙ্গে সংহতি জানিয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাবেক ক্যাডেটদের সামাজিক কর্মসূচি ‘টয়েস-আর-ইউরস’ নামক প্রচারণায় নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। যাদের কাজ সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পুরনো খেলনা পৌঁছে দেয়া। আর এই কাজে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
এই ইভেন্ট থেকে সংগৃহীত শিশুদের পুরনো খেলনা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে পৌঁছে দেবে সাবেক ক্যাডেটদের একটি ফোরাম সারা। আর এই প্রচারণায় অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা।
প্রচারণায় অংশ নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘নিজের পুরনো খেলনাগুলো দিয়ে কি করবেন বুঝতে পারছেন না? টয়েস-আর-ইউরসকে দান করুন। প্রাক্তন ক্যাডেট ফোরাম পুরনো খেলনা সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে দেবে। আমরা টয়েস-আর-ইউরস-এর সঙ্গে আছি। আপনি আছেন তো?’
ঢাকা,
বুধবার, জুলাই ২৯, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ২৭৪৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন