বাস্তব জীবনের মতো বিজ্ঞাপনেও জুটি বাঁধলেন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির। সম্প্রতি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এই জুটি।
ক্রিকেটার সাকিবকে নতুন করে পরিচয় করি দেয়ার কিছু নেই। খেলার পাশাপাশি ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে প্রসংশা কুঁড়িয়েছেন তিনি। অন্যদিকে তার স্ত্রী শিশির বিয়ের আগে থেকেই মডেলিং এর সঙ্গে জড়িত। তাই বাংলালিংকের নতুন বিজ্ঞাপনে দুজনে বেশ চমৎকার কাজ করেছেন।
এক মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যায়,স্ত্রী শিশিরকে চমকে দেয়ার মতো একটি উপহার নিয়ে বাসায় হাজির হয়েছেন সাকিব। সেটা তাকে দেখাতে চান,কিন্তু শিশিরের সেদিকে আগ্রহ নেই। কারণ সে তার সংসারের কাজে ব্যস্ত। তারপরও সাকিব স্ত্রীকে চোখ বন্ধ করে নিয়ে আসে গাড়ি বারান্দায়। গাড়িটি দেখিয়ে কিছু একটা বলেন সাকিব। কিন্তু শিশির আবারো ঘরের ভেতর চলে যেতে উদ্যত হন। সাকিব তখন শিশিরের হাত ধরে ফেলেন। ঠিক তখনই গাড়িটি সামনে চলে যায়। দেখা যায় নতুন একটি সাইকেল। যা দেখে শিশির চমকে যায়।
সাকিবের সঙ্গে শিশিরের এ বিজ্ঞাপনও নিশ্চয়ই দর্শকের জন্য তেমনই এক উপহার…
ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=fKsC-yDFwK0