হঠাৎ পুরস্কার মঞ্চে গ্যাটলিনে চিৎকার
বুধবার, আগস্ট ২৬, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
খেলা শেষ! পুরস্কার নিতে পুরস্কার মঞ্চে বোল্ট ও গ্যাটলিন পাশাপাশি দাঁড়ানো। আইএএফ-এর প্রেসিডেন্ট লামাইন ডাইয়েক যখনই গ্যাটলিনকে পদক দেওয়া শেষ করে বোল্টকে পদক দিতে যাচ্ছিলেন ঠিক তখনই গ্যাটলিনের চিৎকারে মঞ্চের আশ-পাশের পরিবেশ থ হয়ে যায়।
তখন দেখা যায়, গ্যলারিতে এক ব্যক্তির দিকে আঙুল তুলে চিত্কার করে গ্যাটলিন বলতে থাকেন , 'ভদ্র ভাবে ওখানে দাঁড়ান৷ ভদ্র ব্যবহার করুন৷'
আসলে যা হয়েছিল সেদিনঃ
যখন পুরস্কার নিতে বোল্ট-গ্যাটলিন পাশা-পাশি দাঁড়িয়েছিলেন। তখনই বোল্টের চোখ পড়ে স্ট্যান্ডে এক ব্যক্তি তাঁর মাকে উত্যক্ত করছেন এবং তার মা খানিকটা অস্বস্থিতে রয়েছেন।
পরে বিষয়টির প্রসঙ্গ আসতেই গ্যাটলিন বলেন, 'মায়ের দিকে চোখ যেতেই বুঝতে পারি, মা অস্বস্তিতে রয়েছেন৷'
বেইজিংয়ে অলিম্পিকে আসার পর থেকেই গ্যাটলিন ও বোল্টের মাঝে ব্যাপক বাক যুদ্ধ হয় তাদের খেলা নিয়ে। গ্যাটলিন চ্যালেঞ্জ জানিয়েছিল বোল্টকে রেসে হারাবে। কিন্তু বোল্ট তার চ্যালেঞ্জের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন মাঠে।
ঢাকা,
বুধবার, আগস্ট ২৬, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ২৯৬০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন