আইফোন ৬-কে টেক্কা দেবে গ্যালাক্সি এস ৬ এজ প্লাস
বুধবার, আগস্ট ২৬, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং আইফোনকে টেক্কা দিতে নতুন মডেলের ফোন আনছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে আইফোন ৬-কে ছাড়িয়ে যেতে পারে গ্যালাক্সি এস ৬ এজ প্লাস।
ম্যাশএবল-এ গ্যালাক্সি এস ৬ এজ প্লাসের বিভিন্ন ফিচার নিয়ে একটি অডিও প্রকাশ করা হয় যাতে অংশ নেন সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে মেটাল এবং গ্লাসের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি বেশ আকর্ষণীয়। এ ছাড়া ডুয়াল কার্ভ এবং বড় স্ক্রিন স্মার্টফোনটির ডিজাইনে নতুন মাত্রা সংযোজন করেছে যা আইফোন ৬ প্লাস-এ অনুপস্থিত।
ম্যাশএবল জানিয়েছে, গ্যালাক্সি স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমসাময়িক অন্য সকল স্মার্টফোনে ব্যবহৃত সেন্সরের চেয়ে যথেষ্ট ভাল।
স্যামসাং এস ৬ এজ প্লাস স্মার্টফোনের স্পিড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। স্মার্টফোনটির গতি আগের মডেলগুলোর চেয়ে দশগুণ বেশি বলে দাবি করেছে স্যামসাং।
এছাড়া আইফোন ৬ -এর চেয়ে স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ প্লাসে ক্যামেরা ব্যবহার করা সহজ বলে জানিয়েছে ম্যাশএবল।
সহজ কথায় বলা যায় বাজারে অবস্থান করে নিতে আইফোনের তুমুল প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
ঢাকা,
বুধবার, আগস্ট ২৬, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এটি
এই লেখাটি ৩৮১৫ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন