যুক্তরাষ্ট্রের শিক্ষা ও গবেষণা সংস্থা দ্য ইস্ট–ওয়েস্ট সেন্টার (ইডব্লিউসি)। প্রতিবছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দেয়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ১৯৬০ সালে চালু করে এ শিক্ষা সাংস্কৃতিক সংস্থা। বিশ্ববিদ্যালয়ে দুই বছরব্যাপী স্নাতকোত্তর কোর্সে সামাজিক মূল্যবোধ ও নেতৃত্ব দেওয়ার যোগ্যতাসম্পন্ন শিক্ষাথীরা ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন।
এ ফেলোশিপের আওতায় থাকে টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচসহ প্রয়োজনীয় স্টেশনারির খরচও এই স্কলারশিপের আওতায় পড়বে। সেই সঙ্গে আছে স্বাস্থ্য বীমা।
ইস্টওয়েস্ট সেন্টারের স্কলারশিপ সম্পর্কে জানুন:
http://www.eastwestcenter.org/education/overview