আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম
রবিবার, অক্টোবর ৪, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
টানা ৬ দিন দরপতনের মধ্যে দিয়ে অতিবাহিত হওয়ার পর গত শুক্রবার ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার।
এদিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ২.১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য উইক, আরব নিউজের খবরে বলা হয়, প্রত্যাশার তুলনায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি পাওয়া মানুষের সংখ্যা কমেছে, শ্রম অধিদপ্তর থেকে এমন তথ্য আসার পরই স্বর্ণেরবাজার ঘুরে দাঁড়ায়।
আলোচিত মাসে দেশটিতে নতুন কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৪২ হাজার মানুষের। আর প্রত্যাশা ছিল এ মাসে নতুন চাকরি পাবে ২ লাখ ৩ হাজার মানুষ।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রত্যাশায় তুলনায় কর্মবৃদ্ধির হার কম হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতিকে আরও বেশি ঠেলে দেবে। এর ফলে দেশটিতে সুদের হার শিগগির বাড়তে পারে, যার পুরো প্রভাব পড়েছে স্বর্ণেরবাজারে।
প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডিসেম্বরে ডেলিভারি হওয়া স্বর্ণের দাম ২.১ শতাংশ বেড়ে যায়, ট্রেডের শুরুতে যা ১ শতাংশ পর্যন্ত কমে যায়। গ্রীনিচ মান ১৩টা ৩৪ মিনিটে এক আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ১৩৬.১০ ডলারে। গত বৃহস্পতিবার যা বিক্রি হয় আউন্সপ্রতি ১ হাজার ১১১ ডলারে।
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০১৫ (বিডিলাইভ২৪) //
ম পা
এই লেখাটি ৩১৬৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন