ওয়ালমার্ট আজ আনুষ্ঠানিকভাবে পণ্য পরিবহণ সেবায় তাদের নিজস্ব ড্রোন ব্যবহার করার ঘোষণা দিলো। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যামাজন এক বছর আগেই তাদের ড্রোন পরিবহণ সুবিধা 'প্রাইম এয়ার' চালু করেছিল।
ওয়ালমার্ট যে কোনোভাবেই অ্যামাজনকে এককভাবে ড্রোন পরিবহণ সেবা ব্যবহার করতে দিতে চায় না, আজকের ঘোষণায় সেটা এখন স্পষ্ট।
ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন এর আধুনিকায়ন আইনের ৩৩৩ ধারা অনুযায়ী কোম্পানি ড্রোনের বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন লাভ করে থাকে। ওয়ালমার্ট একই সাথে বাণিজ্যিক এবং গবেষণা উভয় ক্ষেত্রেই এদের নিজস্ব ড্রোন ব্যবহার করবার অনুমতি চেয়েছে বলে জানা যায়।
ওয়ালমার্ট এর ঘোষণা অনুযায়ী, তাদের ড্রোন সেবা কেবলমাত্র পণ্য উত্তোলন এবং বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবসায়িক পরিসংখ্যান বিশ্লেষণও এর উদ্দেশ্য।
তবে এই ড্রোন সেবার অসুবিধাও আছে। ওয়ালমার্ট নিজেও জানে যে একই জায়গায় বিভিন্ন নামহীন এরিয়েল সিস্টেম (ইউএএস) বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। জুরিখের বিশেষজ্ঞরা মত দিয়েছেন, অধিকাংশ কোয়াডকপ্টার ড্রোনই এর অভ্যন্তরীণ কাঠামোর দরুণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশংকায় থাকে।
তারপরও বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে ওয়ালমার্ট ড্রোন সুবিধাটি প্রদানে স্বল্পমাত্রায় সফল হবার ব্যাপারে আশাবাদী।
লিঙ্কঃ
http://technewsblog.com/2015/10/27/walmart-drone-delivery-game