সোমবার দিবাগত রাত রাত ১২টা ৩০ মিনিট। মল চত্বরে শর্টপিচ খেলছিলাম আমরা বন্ধুরা। হুট করে মল চত্বরের মূল সড়ক থেকে পশ্চিমে আমাদের মাঠের দক্ষিণে নেমে আসে একটি সাদা প্রাইভেটকার।
কমেন্ট করে বসলাম, “কোন পাগল রে এটা?” বেরিয়ে এলো পাগল, ক্রিকেট পাগল এনামুল হক বিজয়।
অন্য সবাই যখন ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে পারেনি, আমি স্বাভাবিকভাবেই বিজয়ের দিকে এগিয়ে হাত মিলালাম। বিজয়ের মুখে তখন, “হাতুরুসিংহ তো বাদ দিয়া দিছে, দেখি একটা বল করো, মারতে পারি কিনা চেষ্টা করি।”
কেউ একজন বল করলো এবং বিশাল ছক্কা। ক্যামেরা অন করে ক্লিক!
একথা-ওকথার ফাঁকে বিজয়ের আক্ষেপ, “ঢাবিতে পড়ার খুব ইচ্ছা ছিল। পারিনি।”

এবং উপদেশ দিলো, “নিজের স্বপ্নের প্রতি দৃঢ় থাকতে হবে, সে যে স্বপ্নই হোক না কেন। মুক্তা আপনাআপনিই প্রকাশ পায়।” লেখক: আবু ইউনুস।
সূত্র: ক্যাম্পাস টাইমস