ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাইলেন মার্কিন সাতারু লোচেত
রবিবার, আগস্ট ২১, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাইলেন মার্কিন সাতারু রায়ান লোচেত। রায়ান লোচেতের দাবি ছিল, তিনিসহ চার সাঁতারুর সাথে ব্রাজিলের রাস্তায় ছিনতায়ের ঘটনা ঘটে। ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় সমালোচনার ঝড় উঠে।
এ আচরণের জন্য ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাইলেন মার্কিন সাতারু রায়ান লোচেত।
তিনি দাবি করেছিলেন, তিনিসহ চার সাঁতারুকে বন্দুক দেখিয়ে ব্রাজিলের রাস্তায় ছিনতাই করা হয়। পরে তদন্ত করে দেখা যায়, ঘটনাটি মিথ্যা।
এদিকে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, মার্কিন অ্যাথলেটরা একটি পেট্রোল স্টেশনের টয়লেট ভাংচুর করেছিলেন।
ব্রাজিলের গ্লোবো টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে লোচেত বলেন, 'আমি পুরোপুরি মিথ্যা বলিনি। আমি হয়তো একটু বাড়িয়ে বলেছি। আমি আসলে বুঝিনি আমার সাথে কি হচ্ছিল।' তার এই আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ব্রাজিলিয়ানদের এটা প্রাপ্য নয়।
এদিকে চার অ্যাথলেটদের আচরণের বিষয়ে তদন্ত করতে ডিসিপ্লিনারি কমিশন গঠন করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
সূত্র: বিবিসি
ঢাকা, রবিবার, আগস্ট ২১, ২০১৬ (বিডিলাইভ২৪) //
জে এইচ
এই লেখাটি ২৬৪৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন