পদক তালিকা: শীর্ষে থেকেই শেষ করল যুক্তরাষ্ট্র
সোমবার, আগস্ট ২২, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
ব্রাজিলের রিওতে দু'সপ্তাহব্যাপী জমজমাট গ্রীষ্মকালীন অলিম্পিকের পর্দা নেমেছে। এখন শুরু হয়ে গেছে কোন দেশ কতটি পদক জিতল তার হিসাব নিকাষ।
শুরু থেকেই বিভিন্ন ইভেন্টে স্বর্ণজয়ী অ্যাথলেটিকসরা যুক্তরাষ্ট্রকে এগিয়ে রেখেছিলেন। এদের মধ্যে ছিলেন ফেলপস'র মতো তারকারাও।
টুর্নামেন্ট শেষেও সেটাই অক্ষত রয়েছে। ৪৬টি স্বর্ণসহ ১২১টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। তবে, প্রথম সপ্তাহ দ্বিতীয় অবস্থানে থাকলেও সবশেষে একটি স্বর্ণ কম নিয়ে তৃতীয় অবস্থানে চীন।
তবে, দ্বিতীয় অবস্থানে থাকা গ্রেট ব্রিটেনের থেকে পদক সংখ্যায় এগিয়ে রয়েছে এশিয়ার দেশটি।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের রিও অলিম্পিকের পদক তালিকা।
অবস্থান দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
১. যুক্তরাষ্ট্র ৪৬ ৩৭ ৩৮ ১২১
২. যুক্তরাজ্য ২৭ ২৩ ১৭ ৬৭
৩. চীন ২৬ ১৮ ২৬ ৭০
৪. রাশিয়া ১৯ ১৮ ১৯ ৫৬
৫. জার্মানি ১৭ ১০ ১৫ ৪২
৬. জাপান ১২ ৮ ২১ ৪১
৭. ফ্রান্স ১০ ১৮ ১৪ ৪২
৮. দ.কোরিয়া ৯ ৩ ৯ ২১
৯. ইতালি ৮ ১২ ৮ ২৮
১০. অস্ট্রেলিয়া ৮ ১১ ১০ ২৯
ঢাকা, সোমবার, আগস্ট ২২, ২০১৬ (বিডিলাইভ২৪) //
আর কে
এই লেখাটি ৩৩৩৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন