ইউএস ওপেন জিতলো ভাভরিঙ্কা ও কেরবার
সোমবার, সেপ্টেম্বর ১২, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
ইউএস ওপেন পুরুষ এককে বিশ্বের এক নম্বর তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা। অন্যদিকে নারী এককে চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে হারিয়ে মেয়েদের টেনিসের এক নম্বর তারকা আঞ্জেলিক কেরবার শিরোপা জিতেছে।
আজ পুরুষ এককে ৩ ঘন্টা ৫৫ মিনিটের খেলায় নোভাক জোকোভিচকে ৬-৭(১), ৬-৪, ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছে ভাভরিঙ্কা।
এর আগে নিউ ইয়র্কে শনিবার ফাইনালে চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন কেরবার।
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১২, ২০১৬ (বিডিলাইভ২৪) //
এস এইচ
এই লেখাটি ২৬৭০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন