দু’বার বিয়ে করবেন যুবরাজ-হ্যাজেল!
বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০১৬
বিডিলাইভ ডেস্ক :
বহুদিন ধরে ভারতীয় মিডিয়ার আসছে যুবরাজ-হ্যাজেলের বিয়ের নানা মুখরোচক গল্প। বিয়ের কার্ড থেকে শুরু করে সবকিছুতেই থাকছে নতুনত্ব। গত বছরই তাদের বাগদান সম্পূর্ণ হয়েছিল। আর এই ৩০ নভেম্বরই দুই জন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু তাদের এই শুভ কাজটা সারতে দুইবার বিয়ের আয়োজন করা হবে!
প্রথমে চণ্ডীগড়ের এক গুরুদোয়ারায় পাঞ্জাবি ধর্মমতে বিয়ে করবেন। পরে আবার গোয়ায় গিয়ে বিহারি ধর্মমতে বিয়ে করবেন। কেননা হ্যাজেলের বাবা ব্রিটিশ হলেও মা বিহারি। তবে বড় হয়েছেন মরিশাসে। তাই বিহারি মতে বিয়ে।
জানা যায়, উত্তর গোয়ার সিওলিম ছাপোরা ফোর্ট রোডের একটি রিজর্টে তাদের বিয়ে হবে। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরাও থাকবেন। হ্যাজেলের কিছু বন্ধু-বান্ধবও থাকবেন। আর বিয়ের জন্য এই জায়গাটি হ্যাজেল নিজেই পছন্দ করেছেন। রিজর্টে ৭টি বাতানুকূল তাঁবুও ভাড়া করেছেন। তবে সমুদ্র সৈকতে না নদীর তীরে তারা সাত পাক ঘুরবেন, তা এখনো জানা যায়নি।
তবে প্রায় ৭ ডিসেম্বর দিল্লিতে তাদের রিসেপশনে ৮০০ অতিথির আয়োজন করা হবে।
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০১৬ (বিডিলাইভ২৪) //
টি এ
এই লেখাটি ৪৯৭৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন