ক্যারিবীয়ান এক ব্যাটিং দানবের নাম ক্রিস গেইল। তার মাঠে নামা মানেই ব্যাটিংয়ে তাণ্ডব। বরাবরের মতো এবারও তিনি বিপিএল মাতাতে এসেছিলেন। কিন্তু তেমন ভাল তিনি খেলতে পারেননি।
গেইল দেখতে দানবের মতো। তাই মনে হতে পারে তিনি খুবই রুক্ষ মেজাজের মানুষ। আসলে কিন্তু তা নয়। তিনি খুবই হাস্যরসাত্মক একজন মানুষ। সোমবার ইউটিউবে আহমেদ শেহজাদের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায় ক্রিস গেইল শেহজাদের চুল কেটে দিচ্ছেন। এবং শেহজাদও বিষয়টি উপভোগ করছেন।
চুল কেটে দেওয়ার দৃশ্যটি ভিডিও করেন ক্রিস গেইল। সেটা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়।
ঢাকা,
বুধবার, ডিসেম্বর ৭, ২০১৬ (বিডিলাইভ২৪) //
জে এইচ এই লেখাটি ৬৪৬৩ বার পড়া হয়েছে