সহজেই কাপড় থেকে দূর করুন কফির দাগ
মঙ্গলবার, মার্চ ২৮, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
সামান্য অসাবধানতায় কফি পড়ে প্রিয় পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে যখন-তখন। তবে তাতে চিন্তার কিছু নেই। চলুন জেনে নেয়া যাক কাপড় থেকে ঝটপট কফির দাগ দূর করার কয়েকটি উপায়-
# ডিমের কুসুম ফেটিয়ে তোয়ালে ভিজিয়ে দাগের উপর ঘষুন ১ মিনিট। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
# ক্লাব সোডায় ডুবিয়ে রাখুন কাপড়ের দাগ লেগে যাওয়া অংশ। তারপর ঘষে উঠিয়ে ফেলুন দাগ।
# ৩ ভাগ সাদা ভিনেগারের সঙ্গে ১ ভাগ ঠাণ্ডা পানি মিশিয়ে কাপড় ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।
# ভেজা টিস্যু দাগের উপর ঘষুন কিছুক্ষণ। দাগ উঠে যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ৩২২৬ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন