‘হবু মা’ সেরেনাকে শারাপোভার অভিনন্দন
শুক্রবার, এপ্রিল ২৮, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
মা হচ্ছেন সেরেনা উইলিয়ামস। এ খবর শুনে সবার মতো উচ্ছ্বসিত মারিয়া শারাপোভাও।
যে সেরেনার কাছে বারবার হেরেছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য কোর্টে ফেরা শারাপোভা।
মিষ্টি এক বার্তায় মারিয়া বলেন, ‘মেয়েদের জীবনে সেরা উপহার হল মাতৃত্ব। সন্তান। আমি তো বলব, এটা সবচেয়ে বড় আশীর্বাদ। সেরেনার জীবনে, এটা সবচেয়ে সুন্দর অধ্যায়।’
এদিকে কোর্টে ফিরেই বুশার্ডকে গুঁড়িয়ে জয় তুলে নেন শারাপোভা। জয়ের পর মারিয়াকে বুশার্ড ‘প্রতারক’ বলে আক্রমণ করে।
সংবাদটা মারিয়ার কান পর্যন্ত পৌঁছেছে। এনিয়ে মোটেও ভাবছেন না তিনি। ‘আমি আর কী বলব? কিছু বলার নেই। আসলে আমি এসবের ঊর্ধ্বে। নিজেকে ঊর্ধ্বে রাখতেই ভালবাসি।’
১৫ মাসের নির্বাসন শেষে কোর্টে দারুণ খেলছেন মারিয়া। ইতোমধ্যে স্টুটগার্ট, মাদ্রিদ, রোম। এ তিন টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য তার হাতে উঠে গেছে ওয়াইল্ড কার্ড।
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ৩২২৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন